নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানগুলোতে অনুমোদনপত্রসহ বিভিন্ন সার্টিফিকেটসমূহ, রিএজেন্টসমূহের মেয়াদ ও উপস্থিত টেকনিশিয়ানদের যোগ্যতাসনদ খতিয়ে দেখা হয়।
তাছাড়া বিভিন্ন মেডিকেল টেস্টের মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা বা অধিক মূল্যে মেডিকেল টেস্ট করা হয় কিনা, তা যাচাই করা হয়। অধিকন্তু, ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ন ওষুধ বা মূল্যতালিকাবিহীন ওষুধ বিক্রয় করা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করা হয়। গতকাল বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদীতে এই অভিযান পরিচালনা কার হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেডিকেল টেস্টের হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০০০ টাকা অর্থদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও মূল্য উল্লেখবিহীন মোড়কে ওষুধ বিক্রয় করায় দু’টি ওষুধের দোকানেকে ২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।
জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, মনোহরদী এবং আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে মনোহরদী থানা পুলিশ বিভাগ।
মোবাইল কোর্ট চলাকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে, উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের ভেতরে ব্যক্তি মালিকানাধীন এম্বুলেন্স বা অন্যান্য যান রেখে যাতে কেউ রোগীদের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি না করে, সেজন্য অনুরোধ জানানো হয় এবং ভবিষ্যতে এরূপ ক্ষেত্রে নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিষয়ে বিধি মোতাবকে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এরূপ পরিদর্শন ও অভিযান চলমান থাকবে।