বাড়ি বিক্রি করতে না দেওয়ার পিতাকে পিটিয়ে জখম

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাড়ি বিক্রি করতে না দেওয়ায় নবী হোসেন নামে এক যুবক তার পিতা বাচ্চু মিয়া কে পটিয়ে আহত করে পিতা বাচ্চু মিয়া কে। বাচ্চু মিয়া জানায় ৬০ হাজার টাকা খরচ করে তার ছেলে নবী হোসেন কে ইরাক পাঠিয়েছিল। কিন্তু ইরাক যাওয়ার পর পিতা বাচ্চু মিয়া ও তার পরিবারের কোন প্রকার ভরন পোষণ করেনি। কিন্তু ২ বছর পর নবী হোসেন ইরাক থেকে ফোরত এসে পিতার নিকট ভুল স্বীকার করে এবং পিতার ভরন পোষণ করার প্রতিশ্রুতি দেয়। হঠাত করে নবী হোসেন বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিলেবাচ্চু মিয়া বাঁধা দিলে নবী হোসেন পিতাকে বেধরক পিটিয়ে আহত করে। পরে বাচ্চু মিয়াকে আহত অবস্থায় স্বজনরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এদিকে নবী হোসেনের শ্বশুর বাড়িতেে নবী হোসেনের সাথে কথা বলতে গেলে কৌশলে সে পালিয়ে যায়। এমতাবস্থায় বাচ্চু মিয়া আইন প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বাচ্চু মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দাখিল করে। অপর দিকে বাচ্চু অপর ছেলে ও পরিবার বর্গ চরম আতংকে দিন কাটাচ্ছে। নবী হোসেন তার পিতা বাচ্চু মিয়া কে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। এ অবস্থায় বাচ্ছু মিয়া তার জীবন রক্ষার জন্য আইন প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

সর্বশেষ