বলিভিয়াকে উড়িয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ বাছাই

আকাশ দাশ সৈকত ঘরের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নতুন কোচের অধীনে দুর্দান্তভাবে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ ভোরে সফরকারী বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্বক খেলতে থাকে নেইমার-রোদ্রিগোরা। তবে বলিভিয়ার জালে বল পাঠাতে ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২৪ মিনিট পর্যন্ত। রোদ্রিগোর গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধেই ব্রাজিলের সাফল্য কেবল ওই একটাই। ফলে একাধিক গোলের সুযোগ পেয়েও প্রথমার্ধেই আর গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুইদল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণত্ব খেলতে থাকা ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করে রাফিনহা। এরপর অবশ্য তৃতীয় গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি ব্রাজিল। ম্যাচের ৫৩ মিনিটের রোদ্রিগোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। এরপর অবশ্য ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করা নেইমার গোল করতে ৪-০ গোলের লিড নেয় ব্রাজিল। এইদিকে দ্রুত গোল পরিশোধে মরিয়া হয়ে উঠা বলিভিয়ার হয়ে ম্যাচের ৭৮ মিনিটে একমাত্র গোলটি করে এন্ডিগো। তবে ম্যাচের শেষদিকে নেইমার গোল করলে ৫-১ এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে দিলিজের শিষ্যরা। এই ম্যাচে নেইমার জুনিয়র করেছেন জোড়া গোল। তবে প্রথম গোলের মধ্য দিয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে পেলেকে পেছনে ফেলে নিজেকে নিয়ে এসেছেন তিনি। দ্বিতীয় গোলটি সেই ব্যবধানটা আরও বাড়িয়ে এখন তার গোল ৭৯টি।

সর্বশেষ