আকাশ দাশ সৈকত
ফিফা দ্যা বেষ্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ফিফার ঘোষিত তালিকায় কোন ব্রাজিলিয়ান না থাকলেও সর্বোচ্চ দুইজন আছেন আর্জেন্টাইন।
গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর থেকে একের পর এক ব্যক্তিগত পুরুষ্কারের জন্য মনোনীত হয়েছেন এই ফুটবলার। ফিফা ব্যালন ডি অরের পর এবার ফিফা দ্যা বেষ্টের জন্য মনোনীত হয়েছেন ইন্টার মিয়ামীর তারকা। এছাড়া ফিফার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বিশ্বকাপ জয়ী মেসির সতীর্থ জুলিয়ান আলভারেস। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ম্যান ইউর হয়ে ট্যাবল জয়ী তারকা আর্লিং হাল্যান্ড।
এছাড়া তালিকার বাকিরা হলেন ইংল্যান্ডের তারকা ডেকলাইন রাইস, বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভা, চলতি মৌসুমে বার্সেলোনায় নাম লেখানো জার্মানির ইলকাই গুনদোয়ান ও স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, মার্সেলো ব্রোজোভিচ, খভিচা কভারাতসখেলিয়া, ভিক্টোর ওশিমেন।