মোঃ শফিকুল ইসলাম সুমন:
নরসিংদীর শিবপুরে ব্রাহ্মন্দী গ্রামে ভেজাল গুড় বানানোর একটি কারখানাতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেছে।এক বছর ধরে হুমায়ুন কবির ও তার ছেলে সবুজ মিয়া স্থানীয় কতিপয় হলুদ সাংবাদিকদের মাসোয়ারা দিয়ে রং, কেমিক্যাল, চিনির মিশ্রণে গুড় তৈরি করে আসছিল।পচা দুর্গন্ধযুক্ত এই গুড় মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
অভিযোগ পেয়ে নরসিংদী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ,সিভিল সার্জন অফিসের সেনেটারী ইন্সপেক্টর মোঃ মনির হোসেনএবংপুলিশ লাইনের একটি চৌকস টিম আজ ১১সেপ্টেম্বর সোমবার অভিযান পরিচালনা করেন।এ সময় ভেজাল গুড় বানানোর দায়ে মোঃ সবুজ মিয়াকে ভোক্তা অধিকার আইনের ৪২ধারায় ১০ হাজার টাকা৪৫ ধারায়১০ হাজার টাকা,সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভেজাল গুড় ফেলে দেওয়া হয়।ভবিষ্যতে আর এ ধরনের ব্যবসা করবে না বলে অঙ্গীকার করে মো: সবুজ মিয়া।