মোঃ শফিকুল ইসলাম সুমন
নরসিংদীতে পানি উন্নয়ন বোর্ডের এক সহকারি প্রকৌশলীর পুকুর চুরির তথ্য পাওয়া গেছে।ওই প্রকৌশলীর নাম মোঃ আতাউর গনি।তার বাবা ওসমান গনি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসের একজন সামান্য কেরানী।কিশোরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী(ভারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী)মোঃ আতাউর গনির চাকরির বয়স মাত্র ৮ বছর।কিন্তু অবৈধ টাকা কামিয়ে,এই অল্প সময়ের মধ্যেই, নরসিংদী সদর উপজেলার বাসাইল ঈদ গাহের পাশেই চার তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন তিনি।যেই জমির উপর তিনি বাড়ি নির্মাণ করেছেন,তার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।অন্যদিকে যেই বিলাসবহুল বাড়ি তিনি বানিয়েছেন তার নির্মাণ ব্যয় আনুমানিক প্রায় 3 কোটি টাকা।এই পাঁচ কোটি টাকার উৎস কোথায়?বিশ্বস্ত একটি সূত্র জানায়, নরসিংদীতে তার এ ধরনের একাধিক বাড়ি রয়েছে।তার এবং আত্মীয় স্বজনদের নামে বেনামে ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা।শুধু তাই নয় বাড়ি নির্মাণ করে সেই বাড়িতে অবৈধ চারটি গ্যাস লাইনের সংযোগ নিয়েছেন তিনি।গোপন সংবাদের ভিত্তিতে তিতাস সেই লাইন বিচ্ছিন্ন করে।কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে পরদিনই তিনি আবারও সেই লাইন লাগিয়েছেন।বাড়ির বাৎসরিক কোন আয়কর পরিশোধ করেন না তিনি।অবৈধ গ্যাস লাইনের জন্য গ্যাসেরও বিল দিতে হয় না সরকারকে।একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে আয়কর ফাঁকি দেন এবংঅবৈধ গ্যাস লাইন চালিয়ে গ্যাস বিল ফাঁকি দেন!তার এ ধরনের পুকুর চুরিতে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।তিনি নামে বেনামে কত টাকার মালিক ?এসব বিষয়ে তদন্ত করলে বেরিয়ে আসবে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য।এসব বিষয়ে মোবাইল ফোনে তার বক্তব্য নিতে গেলে,তিনি বলেন, আমি তো আপনাকে চিনি না, কি বক্তব্য দিব।নরসিংদীর অতিরিক্ত সহকারী কর কমিশনার এসএম আব্দুস সাত্তার মাহমুদ এর কাছে তার বিষয়ে জানতে গেলে,তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।
নরসিংদী তিতাসের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান এর সাথে কথা হয় তার বিষয়ে।তিনি বলেন ,আমি একবার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছি।শুনেছি তার দুটি চুলা বৈধএবং চারটি অবৈধ আছে।তাকে একটা জরিমানা করা হয়েছে।সে জরিমানার টাকা জমা দিয়ে লাইন নিতে পারবে।কিন্তু সে যদি আবারও অবৈধভাবে লাইন লাগায়, তাহলে স্থায়ীভাবে তার লাইনটি বিচ্ছিন্ন করা হবে।সরকারি চাকুরি করে যারা অবৈধ পন্থায় কোটি কোটি টাকা বানিয়ে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।