PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
নতুন হাউস টিউটর পেলো কুবির বঙ্গবন্ধু হল

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন দুই শিক্ষককে হাউজ টিউটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।

নবনিযুক্ত হাউজ টিউটররা হলেন- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এবং বাংলা বিভাগের প্রভাষক মো: গোলাম মাহমুদ পাভেল।

উল্লেখ্য, নবনিযুক্ত হাউজ টিউটররা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ