‘জিয়ার কবর দেখেও আ.লীগ ভয় পায়’

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর দেখেও আওয়ামী লীগ ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, জিয়াউর রহমানের কবর দেখলে তাদের (আওয়ামী লীগ) শরীর ভয়ে ঝিমঝিম করে।

বুধবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, সরকার জিয়াউর রহমানকে তো ভয় পায়ই তার কবরকেও ভয় পায়। খালেদা জিয়াকে ভয় পায়। এখন তারেক রহমানের কোনো বক্তব্য যদি কোথাও প্রচার হয় সেটাকেও ভয় পায়।

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টামণ্ডলীর সদস্য বলেন, খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, কিন্তু তারপরেও তাকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ দিচ্ছে না সরকার। মনে হয় খালেদা জিয়া বিদেশে গেলেই শেখ হাসিনা পড়ে যাবে।

ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে আওয়ামী লীগ শেষ। আন্দোলনের মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে ওবায়দুল কাদেরের কথা সত্য। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই এখনও সময় আছে। আমরা দেশে অরাজকতা চাই না। দেশে জিনিসপত্রের দাম বাড়ুক এটা আমরা চাই না। মায়ের বুক আপনারা খালি করেন এটা আমরা চাই না। তাই আমরা বলতে চাই, আজকে আপনারা ঘোষণা দেন যে আগামী নির্বাচন আপনারা ক্ষমতায় থেকে দিতে চান না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আর আপনিও পাবলিকের আসনে বসবেন।

সর্বশেষ