জাপানের কাছে হেরে চাকরি গেলো জার্মান কোচের!

আকাশ দাশ সৈকত
র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা এশিয়ান দল জাপানের কাছে হেরে অবশেষে চাকরি হারালেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক।

টানা দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপ শেষে প্রীতি ম্যাচেও নেই নিজেদের চেনা ছন্দে। সর্বশেষ এশিয়ার দল জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে ফ্লীকের দল। তাইতো এবার ফ্লীকের জায়গায় নতুন কেউ আসতে চলেছে সেটা নিয়ে গুঞ্জন উঠেছিলো আগেই। এবার সেই গুঞ্জন হলো সত্যিই র‍্যাঙ্কিংয়ে জার্মানির থেকে পিছিয়ে থাকা এশিয়ার দল জাপানের কাছে বিধ্বস্ত হওয়ার পর জার্মানির প্রধান কোচের দায়িত্ব থেকে হ্যান্সি ফ্লিককে বরখাস্ত করছেন জার্মানি ফুটবল ফেডারেশন (ডিএফবি)

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফবি জানিয়েছে, ‘সম্প্রতি হতাশাজনক পরাজয়ের পর পুরুষ জাতীয় দলের দায়িত্বে নতুন কাউকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএফবি। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগেই আমাদের ফুটবলারদের জন্য আশা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে সত্যি বলতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য খুব কঠিন ছিল। হ্যান্সি ফ্লিক এবং তার সহযোগীসহ সবার অবদানের প্রশংসা করছি। তবে সবকিছুর ঊর্ধ্বে খেলার ফলাফল এবং সেটিকেই অগ্রাধিকার দিচ্ছি আমরা। তাই এই সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য।’

সর্বশেষ