জবিতে ‘ট্রেন্ডস্ অফ সুইসাইড এন্ড প্রিভেনশন স্টাটিজিস্’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জবিতে ‘ট্রেন্ডস্ অফ সুইসাইড এন্ড প্রিভেনশন স্টাটিজিস্’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লিয়ন সরকার, জবি প্রতিনিধি  ঃ ‘ক্রিয়েটিং হোপ থ্রু একশন’ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘ট্রেন্ডস্ অফ সুইসাইড এন্ড প্রিভেনশন স্টাটিজিস্’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সমাজকর্ম বিভাগের ১০১ নং কক্ষে এ সেমিনারের অনুষ্ঠিত হয়৷

সমাজকর্ম বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তামান্না ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। এছাড়া সায়েন্টিফিক সেশনে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়াই বিশ্ববিদ্যালয়ের কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গবেষণা পেপার উপস্থাপনা করেছেন এটা বিভাগের বিশেষ গুরুত্ব বহন করবে৷ এছাড়া বিসিএস না হলে আত্মহত্যা করতে হবে এ ধারনা থেকেও শিক্ষার্থীদের বের হয়ে আসতে হবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, সমাজকর্মে যে কাউন্সিলিং বিষয়ে সাথে অনেকে এটা আমরা জানি না। সমাজকর্ম বিভাগ সর্বদাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিয়ে আসছেন। আমাদের বিভাগে ছাত্র উপদেষ্টা নিয়োগের পুর্ব থেকেই আমরা প্রতি ব্যাচের জন্য কাউন্সিলর নিযুক্ত করেছিলাম।

গবেষণার ব্যাপারে তিনি বলেন, সমাজকর্ম বিভাগে শিক্ষার্থী দ্বারা গবেষণা পত্র উপস্থাপন এ প্রথম। আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের গবেষণা পত্র এমন সেমিনারের মাধ্যমে উপস্থাপন করার জন্য৷

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সাইকোথেরাপিস্ট মো: আসাদুজ্জামান মন্ডলের আলোচনা শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্ম সমিতির মডারেটর সহকারী অধ্যাপক মো: শহীদুল হক সহযোগী অধ্যাপক মো: জাফর ইকবাল, সহযোগী অধ্যাপক বুসরা জামান সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম সহ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ