হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল ২ সেপ্টেম্বর (শনিবার) রাতে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার আসামির নাম তাসলিমা (৩০)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার কদিম মাঝিহাটি এলাকায় অভিযান চালিয়ে তাসলিমাকে ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।