রাহুল আনন্দ বললেন, ‘ভাঙাবাড়িতে আনন্দের হাট-বাজার! কৃতজ্ঞ আমাদের বাড়িওয়ালার প্রতি – যিনি আমাদের এই ভাঙাবাড়িকে দেখে রাখতে দিয়েছেন।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাসা ও স্টুডিও ঘুরে দেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। রবিবার (১০ সেপ্টেম্বর) তিনি রাহুল আনন্দের বাসায় প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় কাটান।এ সময় রাহুলকে একটি কলম উপহার দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছবি শেয়ার করতে রাহুল লেখেন, “ফরাসী দেশের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ-এর দেয়া সুন্দরতম উপহার, একটা কলম! উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেনো এই কলম দিয়ে গান ও কবিতা লিখি। লিখি প্রকৃতি ও প্রাণের কথা। একদিন উনি সেই গান শুনবেন! পৃথিবী সুন্দর হোক।
সূত্র: যুগান্তর