নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশংকা করে বলেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাকে কারাগারে নেওয়া হতে পারে। একই সাথে বলেন, নোবেল জয়ী ড. ইউনূসকে কারাগারে নিতেও উঠেপড়ে লেগেছে সরকার। তিনি বলেন, ড. ইউনূসের ওপর নয়, বিএনপি জনগণের ওপর ভর করে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমান রচিত ‘নব্বই এর গণঅভ্যুত্থান ও কিছু কথা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদ্দেশ্য পরিষ্কার। যারা সরকারের সমালোচনা করছে তাদের পরিকল্পিতভাবে কারাগারে নিতে চাইছে এবং এ সরকার তা করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, তালিকা করে দ্রুত রায় দিতে আইনমন্ত্রণালয় একটি সেল তৈরি করেছে। নিজের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে উল্লেখ করে তাকে কারাগারে নেওয়া হতে পারে বলেও আশংকা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি কথা বলেন, ড. ইউনূসকে নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য নিয়েও।