আকাশ দাশ সৈকত
লিওনেল মেসিকে পিছনে পেলে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছেন ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে ফুটবলার আর্লিং হালান্ড।
গত মৌসুমে ম্যানসিটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নরওয়ে ফরোয়ার্ড আর্লিং হালান্ড। তাই অনুমান করা গিয়েছিলো প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা পুরষ্কার উঠছেন এই ফরোয়ার্ডের হাতে। এমন গুঞ্জনও হলোও সত্যিই, নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে এই সম্মাননা পেলেন হালান্ড। গত মৌসুমের দুর্দান্ত এক যাত্রা শেষ করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির আকাশী নীল জার্সিতে জিতেছেন ক্লাব ফুটবলের প্রেস্টিজিয়াস ট্রেবল। সিটির সাফল্যে হলান্ডের সতীর্থ ডি ব্রুইনাও আলো ছড়িয়েছেন। এইদিকে বিশ্বকাপ জিতলেও পিএসজির হয়ে মোটেও ভালো খেলতে পারেনি লিওনেল মেসি তাইতো সবকিছুর ওপরে সিটির ট্রেবল জয়টাকেই প্রাধান্য দেয়া হয়েছে। আর সেখানে সতীর্থ ডি ব্রুইনাকে সরিয়ে হালান্ডই জিতেছেন সেরার পুরস্কার।
এইদিকে এবারের সেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। সেরা কোচ হয়েছেন ম্যান সিটির পেপ গার্দিওয়ালা।