উত্তরায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

উত্তরায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

রাজধানীর উত্তরা থেকে বিভিন্ন বিদেশি ব্রান্ডের মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ সেলিম আকন্দ। এসময় তার হেফাজত থেকে ১০০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার রাত ১১:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরে ৩ নং রোডের একটি বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ মোঃ সেলিম আকন্দকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ