উইলিয়ামসনকে রেখে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

আকাশ দাশ সৈকত:

ইঞ্জুরি থাকলেও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে রেখে আসন্ন ভারত বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকা দুই পেসার কাইল জিমিশন এবং অ্যাডাম মিলনে আসন্ন বিশ্বকাপ দলেও নেই। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দলে আছেন টেন্ট বোল্ড এবং জিমি নিশাম। এছাড়া প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। এইদিকে নিয়মতি অধিনায়ক কেন উইলিয়ামসনকে দল রাখলেও মাঠে কবে ফিরবেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি তার ফিরে আসা পর্যন্ত বিশ্বকাপে নিউজিল্যান্ডে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন টম ল্যাথাম।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়াং।

সর্বশেষ