আমাদের যে টার্গেট ছিল সেটার পূরণ করতে পারিনি

আকাশ দাশ সৈকত এশিয়াকাপের চলতি আসরে একটা টার্গেট ছিলো বাংলাদেশ দলের তবে সেটা বাংলাদেশ দল পূরণ করতে পারেনি বলে মনে করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস। ওয়ানডে ফরম্যাটে বরারই ভালো দল বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দলের সাথে জয়ের নজির আছে বেশ বিগত কিছু পারফরম্যান্সও বলে এমন কথা।

তবে সর্বশেষ দুই এশিয়াকাপে তেমন ফল করতে পারেনি বাংলাদেশ। চলতি আসর ওয়ানডে ফরম্যাট হলেও বিদায় নিতে হচ্ছে ফাইনালের আগেই। গ্রুপপর্বেও ছিলো মারপ্যাঁচের সমীকরণে। তবে দলের এমন পরিস্থিতে এশিয়া কাপের চলতি আসরের বাংলাদেশ নিজেদের টার্গেট পূরণ করতে পারেনি বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস।

এশিয়া কাপে নিজেদের ব্যর্থতা সম্পর্কে জানাতে গিয়ে মঙ্গলবার কলোম্বোতে জালাল ইউনুস বলেন, আমি এখনো মনে করি… খেলার মধ্যে তো হার জিত আছেই। আমাদের যে টার্গেট ছিল সেটার পূরণ করতে পারিনি এটা সত্যি কথা। সবাই চেষ্টা করে। সবাই কিন্তু শতভাগ দিয়ে খেলে। টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড় সবাই ভালো খেলতে চেষ্টা করে। হয়তো অনেক সময় ফলটা হয় না। এটাই ক্রিকেট।’ জালাল ইউনুস আরো জানান, ‘আফগানিস্তানের সাথে আমরা ভালো একটা ম্যাচ জিতেছি। সবাই আশা করেছিলাম আমরা শ্রীলঙ্কার সাথে জিতবো। আমরা মনে করি শ্রীলঙ্কার চেয়ে অবশ্যই আমরা ভালো দল। কিন্তু আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি। আমরা প্রায় সবাই আত্মবিশ্বাসি ছিলাম এই খেলাটা জিতবো (শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর)। খেলাটা জিততে পারিনি বলে আমরা পিছিয়ে গেছি।

সূত্র: যুগান্তর

সর্বশেষ