PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
আজও হতে পারে ভারি বর্ষণ

বঙ্গপসাগরে লঘুচাপ যার ফলে সক্রিয় মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশের অনেক জায়গায় আজও ভারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূবাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল (শুক্র-শনিবার) সারাদেশে ভারি বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল রংপুর এবং রাজশাহী ও ময়মনসিংহে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি। এছাড়া ঢাকা বিভাগেরও ভারি বৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস আরও জানায়, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এছাড়া শনিবারের পর কমতে পারে বৃষ্টি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানী ঢাকা। এতে জলাবদ্ধতা ও যানজটে অচল হয়ে পড়ে গোটা শহর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। মিরপুরে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৪ জনের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৩ মিলিমিটার।

সূত্র:  যূগান্তর

সর্বশেষ