হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ মেহেদী হাসান ও জাহিদ হাসান। এসময় তাদের হেফাজত হতে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রমনা থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা জোনাল টিম।
গোয়েন্দা রমনা জোনাল টিম সূত্রে জানা যায়, মৌচাক মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি প্রাইভেটকারসহ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মেহেদী ও জাহিদকে গ্রেফতার করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।