হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০গ্রাম হেরোইনসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালামের তত্ত্বাবধানে একটি অভিযানিক দল ২২ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর থানাধীন বেউথা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় মো. রনি হোসেন (৩০) ও মো. ইসমাইল হোসেন (২৩) নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ১টি মামলা দায়ের হয়েছে।