নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে দালালচক্রের ফাঁদে পড়ে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে একদেশ থেকে আরেক দেশে গমন প্রচেষ্টাকালে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্বান্ত হওয়া ও ক্ষেত্রবিশেষে নিখোঁজ হওয়া বা প্রাণহানির মতো ঘটনা প্রতিরোধকল্পে নিরাপদ অভিবাসন ও মানব পাচার রোধের উদ্দেশ্যকে সামনে রেখে মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১৯টি স্থানে ‘ওকাপ’ এনজিও কর্তৃক মাসব্যাপী গণসচেতনতামূলক আউটরিচ ক্যাম্পেইন ‘না জানিয়া বিদেশ যাইওনা’ শীর্ষক পথনাটক ও আলোচনা সভা আয়োজনের অংশ হিসেবে উক্ত ক্যাম্পেইনের ১১তম পর্ব অদ্য ২৩ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখ লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী, নরসিংদী।
এছাড়া উপস্থিত ছিলেন লেবুতলা ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নাগরিকবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
বিদেশ গমনের ক্ষেত্রে দালালচক্রের খপ্পরে পড়ে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করাসহ অভিবাসন প্রত্যাশীগণের উপযুক্ত কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ জনবল হিসেবে বিদেশ গমনের গুরুত্বের বিষয়ে সকলেই আলোকপাত করেন।