মনোহরদীতে পলিথিন ব্যাগ বিক্রয় ও ব্যবহারের অপরাধে ৭ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান

মনোহরদী বাজারে পলিথিন ও পলিথিন জাতীয় ব্যাগ বিক্রয় ও ব্যবহারের উদ্দেশ্যে রাখায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আলোকে ৭ জন ব্যবসায়ীকে মোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রয় করায় ২ জন মাছ ব্যবসায়ীকে মোট ১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত পলিথিন ও পলিথিন জাতীয় ব্যাগ পুড়িয়ে ধ্বংস করা এবং জব্দকৃত জাটকা ইলিশ উপস্থিত স্থানীয় দুঃস্থজনদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও কাঁচা সবজি বিক্রেতেসহ মুদি ব্যবসায়ীদেরকে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা অসহনীয় চড়া মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনোহরদী, নরসিংদী এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, মনোহরদী এবং আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে মনোহরদী থানা পুলিশ বিভাগ। জনস্বার্থে এ বাজার অভিযান চলমান থাকবে।

সর্বশেষ