এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আজ ২৪ আগষ্ট বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নারী আন্দোলনের অগ্রদূত শহীদ আইভি রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের সামাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।
২৪শে আগষ্ট রোজ বৃহস্পতিবার শহীদ আইভি রহমানের ১৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভৈরব উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন সকাল ১০ টায় ভৈরব থানা সংলগ্ন আইভি রহমান তোরণে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ১১ টায় আইভি রহমানের পিত্রালয় সংলগ্ন আই ভি রহমান ম্যুরালে মর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ আইভি রহমান এর ১৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন কাজল এর সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি, এসএম বাকি বিল্লাহ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সভায় ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন অতিথিবৃন্দ এবং খুনিদের বিরুদ্ধে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবী জানান বক্তারা।
বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও জানা যায়, দিবসটি পালন করতে কেন্দীয় আওয়ামী লীগ এবং মরহুমের পরিবার ছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এছাড়া বাদ আছর পরিবারের পক্ষ থেকে গুলশানে আইভি কনকর্ড টাওয়ারে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
আইভি রহমানের পুরো নাম বেগম জেবুন্নেছা আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চন্ডিবের গ্রামের সম্ভ্রান্ত কামাল সরকারের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম জালাল উদ্দিন আহমেদ। তিনি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী । ৮ বোন ৪ ভাইয়ের মধ্যে আইভি রহমান পঞ্চম ছিলেন। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও আইভি রহমান বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলেন।