ভারতে আসছেন নেইমার জুনিয়র

আকাশ দাশ সৈকত:

এএফসি চ্যাম্পিয়ন লিগে ভারতের মুম্বাই সিটির বিপক্ষে খেলতে ভারতে আসছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের অন্যতম নেইমার জুনিয়র।

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাথে চুক্তি নবায়ন না করে নতুন গন্তব্য হিসেবে সৌদি ক্লাব আল হিলালকে পছন্দের তালিকায় রাখেন নেইমার। তাইতো সেই সুবাদে এইবার আল হিলালের হয়ে এএফসি চ্যম্পিয়ন্স লিগ খেলতে ভারতে আসছেন নেইমার। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয় যেখানে গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ডি-তে পড়েছে মুম্বাই ও আল হিলাল। এ দুটি ক্লাব ছাড়াও গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

মুম্বাই বনাম আল হিলাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে দর্শকসংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না।

সর্বশেষ