PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ৩ জন

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (পুলিশ) এর তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (উপপুলিশ মহাপরিদর্শক) সেলিম মোঃ জাহাংগীর, বিপিএম, ময়মনসিংহ রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য, বিপিএম-সেবা ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
বুধবার প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।।

সর্বশেষ