নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে একশর বেশি হরতাল করেছিল। তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবি করেছিল। আমরা সেসব ভুলি নাই। রাজপথে বাংলাদেশের মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আজ তারা ক্ষমতায় যাওয়ার পর সে কথা ভুলে গেল কীভাবে?
পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার (২১ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেজাউল করীম বলেন, ‘দেশে জানমালের নিরাপত্তা একেবারেই শেষ হয়ে গেছে। আজ রাস্তায় যখন মানুষ নামে, একপর্যায়ে তারা গুম হয়ে যায়। যখন ঘরের ভেতরে থাকে, তখন খুন হয়। আমরা কষ্ট করে টাকা ইনকাম করি, আমাদের টাকা পাচার হয়ে যায়। ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা নাকি দুই হাজার কোটি টাকা বিদেশে বেগম পাড়ায় পাচার করেছেন। এসব টাকা কি তার বাবার নাকি দাদার। এসব টাকা তো জনগণের কষ্টে আয় করা টাকা।’
তিনি বলেন, ‘২০১৮ সালে প্রধানমন্ত্রী আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলে ডেকে নিয়েছিলেন। পরে তিনি কথা রাখেননি। দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে চুরির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই বর্তমান সরকার অবৈধ। কারণ, জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই। তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুক বাক্সে তাদের কত ভোট যায়।’
চরমোনাই পীর বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হলো দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি। দেশ স্বাধীন করতে লাখ লাখ মানুষ রক্ত দিয়ে অনেক মা তার সন্তান হারিয়েছে। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর হলেও দেশ কি পেয়েছে। পাঁচবার চোরের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা একটা কলঙ্ক। দুঃখের বিষয় আমাদের দেশে ৯২ ভাগ মানুষ মুসলমান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পাঠ্যসূচির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো আমাদেরকে নাকি আল্লাহ সৃষ্টি করেন নাই? আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি। এ শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নাস্তিক হবে।’
জাতীয় সরকারের অধীন অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে উদাত্ত আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড় জেলা শাখার মো. কামরুল হাসান প্রধান প্রমুখ বক্তব্য দেন।