জীবন বীমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এর নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

জীবন বীমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এর নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পবিত্র সমাধিতে জীবন বীমা কর্পোরেশনের প্রধান নির্বাহী ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুল হক চৌধুরী এর পক্ষ হতে ঢাকা রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) শেখ খায়েরুজজামান এর নেতৃত্বে গোপালগঞ্জ সেলস অফিস এর কর্মকর্তা, কর্মচারী, উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার এবং এজেন্টসহ শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

এছাড়াও জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ সেলস অফিসে “বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও উন্নয়ন দর্শণ” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঢাকা রিজিওনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) শেখ খায়েরুজজামান, সেলস ও শাখা ম্যানেজারবৃন্দ, উন্নয়ন অফিসার ও এজেন্টবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে জীবন বীমা কর্পোরেশনের পক্ষ হতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পবিত্র সমাধিতে ম্যানেজিং ডাইরেক্টর মহোদয়ের পক্ষ হতে সরাসরি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সনের ১ মাচ তৎকালীন আলফা ইনসিওরেন্স কোম্পানীতে সারা পূর্ব পাকিস্তানের কম্পটোলার অব এজেন্ট হিসেবে যোগদান করেন। আলফা ইনসুরেন্স কোম্পানি বর্তমানে জীবন বীমা কর্পোরেশনেরই একটি একীভূত প্রতিষ্ঠান।

সর্বশেষ