চীন প্রতিনিধি:
বাংলাদেশি তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে ‘একসাথে একটি উন্নত বিশ্ব গড়ে তোলতে যুব শক্তির অবদান’ প্রতিপাদ্য নিয়ে চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সংলাপ।
অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, সামাজিক বন্ধন বৃদ্ধি, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একসাথে নিয়ে সুন্দর সমাজ গঠন এবং তরুণদের প্রচেষ্টায় বসবাসযোগ্য সুন্দর, স্বাস্থ্যকর একটি বিশ্ব গঠনই সংলাপের মূল লক্ষ্য।
ইভেন্টটি চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর সহায়তায় যৌথভাবে আয়োজন করে চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এবং চিয়াংশি প্রাদেশিক যুব ফেডারেশন।
চিয়াংশি ফরেন অ্যাফেয়ার্স অফিস এর ডেপুটি ডিরেক্টর হুয়াং শিয়াও ইআন এর পরিচালনায় উদ্বধোনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিয়াংশি ফরেন অ্যাফেয়ার্স অফিস এর ডিরেক্টর জেনারেল ফান ইয়ং, পারম ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন অফ চায়না-রাশিয়ার এর প্রেসিডেন্ট মিখাইল কামেনস্কিখ সহ বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা।
বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং রাশিয়া’সহ ১৮টি দেশের ২০০ তরুণ প্রতিনিধি এই আন্তর্জাতিক সংলাপে অংশগ্রহণ করে।