চকবাজার থানা পুলিশ কর্তৃক ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
চকবাজারের হোসনীদালান রোডে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ ইমতিয়াজ হোসেন সোহাগ। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর।
অভিযানে নেতৃত্ব দেওয়া চকবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গতকাল রবিবার রাত ০৯:৫৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ হোসনীদালান রাস্তার সোনারবাংলা ট্রান্সপোর্টের সামনে থেকে ইমতিয়াজ হোসেন সোহাগ নামের যুবককে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ