PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

গোপালগঞ্জে নিউজ-২৪ এর প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইনের ইন্তেকাল

গোপালগঞ্জে নিউজ-২৪ এর প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইনের ইন্তেকাল

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :

বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইন ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)।

আজ মঙ্গলবার (০১ আগষ্ট) বিকাল ৫টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে হিস্টোপ্লাজমা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা, এক ভাই, স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

আগামীকাল বুধবার সকালে শহরের নবীববাগ এলাকার মার্কাস মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে দাফন করা হবে।

মুন্সী মোহাম্মদ হুসাইন গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সদস্য ছিলেন।

বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইনের মত্যুতে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন এবং সাংবাদিক মোজাম্মেল হোসন মুন্না, প্রসূন মন্ডল, এসএম নজরুল ইসলাম, হায়দার হোসেন বাদল সাহা, সৈয়দ আকবর হোসেন, সুব্রত সাহা বাপী, একরামুল কবীর, সলিল বিশ্বাস মিঠুসহ কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

সর্বশেষ