এই জেমসকে কখনোই দেখা যায়নি

এই জেমসকে কখনোই দেখা যায়নি

 

আধা পাকা গোঁফ, মুখভর্তি শুভ্র দাড়ি; শহরের চেনা রাস্তায় গিটার হাতে এক স্টাইলিস্ট পৌঢ়ের ছবি ফেসবুকে ঘুরছে। ছবির মুখটা চিরচেনা, একপলকেই চিনে ফেলা যায় তাঁকে। তিনি জেমস, তবে এই জেমসকে কখনোই দেখা যায়নি।

১ / ৫
ভাবছেন, জেমস বুড়িয়ে গেলেন? আসলে তা নয়। তিনি তাঁর কণ্ঠের মতোই দরাজ, চিরসবুজ। ছবিটি এআইয়ে তৈরি করেছেন শিল্পী অভিষেক ভট্টাচার্য। তিনি প্রিয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ছবিগুলো তৈরি করেছেন
ভাবছেন, জেমস বুড়িয়ে গেলেন? আসলে তা নয়। তিনি তাঁর কণ্ঠের মতোই দরাজ, চিরসবুজ। ছবিটি এআইয়ে তৈরি করেছেন শিল্পী অভিষেক ভট্টাচার্য। তিনি প্রিয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ছবিগুলো তৈরি করেছেনছবি: ফেসবুক

২ / ৫
জেমস ছাড়া আরও কয়েকজন শিল্পীর ছবি প্রকাশ করেছেন অভিষেক। ছবিতে অর্ণবকেও দেখা গেছে
জেমস ছাড়া আরও কয়েকজন শিল্পীর ছবি প্রকাশ করেছেন অভিষেক। ছবিতে অর্ণবকেও দেখা গেছেছবি: ফেসবুক

৩ / ৫
শিরোনামহীন ব্যান্ডের শেখ ইশতিয়াকের ছবিটিও প্রশংসা পাচ্ছে
শিরোনামহীন ব্যান্ডের শেখ ইশতিয়াকের ছবিটিও প্রশংসা পাচ্ছেছবি: ফেসবুক

৪ / ৫
প্রবর রিপনকে যেন ভিন্নভাবে ধরা গেল
প্রবর রিপনকে যেন ভিন্নভাবে ধরা গেলছবি: ফেসবুক

৫ / ৫
গিটার হাতে তরুণ গায়ক দামির খান।
গিটার হাতে তরুণ গায়ক দামির খান।ছবি: ফেসবুক

সর্বশেষ