আকাশ দাশ সৈকত সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া লিগ আইএল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরে খেলার জন্য বড় অঙ্কের প্রস্তাব পেলেও সেটা ফিরিয়ে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসতে পারেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। যেখানে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, আগের আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটারই আইএল টি-টোয়েন্টির আসরে খেলার অনুমতি পাননি। তবে এবার দ্বিতীয় আসরে শাহীন আফ্রিদি, শাদাব খান এবং আজম খানদের ডেজার্ট ভাইপারস দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। এছাড়া বাবর আজমের জন্য ইতোমধ্যে ১৫০ মিলিয়ন পাকিস্তানি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে। তাকে টুর্নামেন্টের দূত বানাতে চায় লিগ কর্তৃপক্ষ। এইদিকে বিপিএলের পরবর্তী আসর নিয়ে এখনো কিছু না জানালেও আগামী বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর মাঠে গড়াতে পারে। যেখানে গত কয়েক আসর না থাকলেও সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে বাবর আজমের।