PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

মেঘনা সেতুর পরিবেশগত প্রভাব নিরুপনে মতবিনিময় সভা

মেঘনা সেতুর পরিবেশগত প্রভাব নিরুপনে মতবিনিময় সভা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে মেঘনা সেতুর পরিবেশগত প্রভাব নিরুপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) সেতু কতৃপক্ষের উদ্যোগে ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন,
সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম, সামাজিক পরিবেশবিদ ইরিন নাহার ও বশির আহমেদ, ডিডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, ডিএসসিএলের প্রধান সমন্বয়কারী রাজীব রায়।

জানাগেছে, পদ্মা সেতু নির্মানের পর এবার মেঘনা সেতু নির্মানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে সরকার। সেতু নির্মানের প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের জন্য বর্তমানে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। “শরীয়তপুর-চাঁদপুর ও গজারিয়া-মুন্সিগঞ্জ সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মানের সম্ভাব্যতা সমীক্ষা এবং বাংলাদেশ সেতু কতৃপক্ষের মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্প” এর আওতায় ডেভেলপমেন্ট সলিউশন কনসালটেন্ট লিমিটেড (DSCL) নামে একটি সাব-কনসালটেন্ট কোম্পানী ইতিমধ্যে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) সম্পন্ন করেছে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মৎস সম্পদ, কৃষিজমি ও গাছপালা রক্ষা করে সেতু নির্মানের দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম জাতীয় সংসদে মেঘনা সেতু বা টানেল নির্মানের দাবি জানিয়ে আসছিলো।

সর্বশেষ