PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

ভারতীয় লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের সাথে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সাক্ষাৎ

ভারতীয় লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের সাথে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সাক্ষাৎ

হাসানুজ্জামান সুমন বিশেষ প্রতিনিধি:

১৯ জুলাই -২৩
ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা-র সাথে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে ভারত সফররত সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ আজ সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকার ওম বিরলা সকলকে স্বাগত জানান।
স্পিকার ওম বিরলা বলেন, লোকসভা ১৪০ কোটি জনতার প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ ও ভারতের গনতান্ত্রিক প্রক্রিয়া প্রায় একই। সংসদ জনতার কথা বলে। সংসদীয় গণতন্ত্রের প্রতি জনতার বিশ্বাস। উভয় দেশের সংসদকে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হয়। প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে জনগণকে সেবা দিতে হবে। সংসদ জবাবদিহি করবে জনগণকে। সংসদকে কার্যকর করার ক্ষেত্রে ও জনতার আকাঙ্ক্ষা পূরণে সংসদ সচিবালয়ের ভূমিকা রয়েছে। সরকারি-বেসরকারি সকল বিলের ক্ষেত্রে উদ্দেশ্য ও কারণ সংসদে আলোচনা হয়ে থাকে, যার সবই জনগণের স্বার্থে। সারা বিশ্বেই এই চর্চা হওয়া উচিৎ। এসময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-কে শুভেচ্ছা জানান।
স্পিকার বলেন, ভারতের সংসদের নিয়ম-কানুন, রীতিনীতি-সংবিধান, কার্যপ্রণালি বিধি সকলের জানা দরকার। সচিবালয়ের কাজ হলো সংসদ-সদস্যগণকে সংবিধান ও স্পীকারের নির্দেশনা জানানো। ভারতের লোকসভাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। ভারত-বাংলাদেশের পারস্পরিক সংসদীয় সফর ও অভিজ্ঞতা বিনিময় খুবই ফলপ্রসূ হতে পারে।
স্পিকার ওম বিরলা-কে মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক মহান উচ্চতায়। পার্লামেন্টারি রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট ফর ডেমোক্রেসিস (প্রাইড) চমৎকার প্রশিক্ষণের আয়োজন করেছে যা ফলপ্রসূ। দুইদেশের এরকম প্রশিক্ষণ বিনিময় সত্যি প্রশংসনীয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র নেতৃত্বে সংসদ সচিবালয় অনেক উন্নত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার সাথে তাল মিলিয়ে স্মার্ট পার্লামেন্ট তৈরির কার্যক্রম চমলান। এসময় স্পিকার ওম বিরলা-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সিনিয়র সচিব।
এর পূর্বে লোকসভার সেক্রেটারি জেনারেলের সাথে তার লোকসভার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রতিবছর ৩০জন কর্মকর্তা লোকসভায় প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে, যা সত্যি অভূতপূর্ব। এসময় তারা সংসদীয় রীতি-নীতি, সংসদীয় চর্চা, সরকার পরিচালনা পদ্ধতি ইত্যাদি বিষয়ে তুলনামূলক আলোচনা করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো: সালেহ উদ্দিন, এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ