PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

বি ছাত্রী নির্যাতন জড়িতদের সাজা বিধিসম্মত হয়নি, ফের শাস্তি নির্ধারণের নির্দেশ হাইকের্টের

বি ছাত্রী নির্যাতন জড়িতদের সাজা বিধিসম্মত হয়নি, ফের শাস্তি নির্ধারণের নির্দেশ হাইকের্টের

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহুল আলোচিত নবীন ছাত্রী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে পুনরায় শাস্তি নির্ধারণে ভিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধাবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে গত ১৫ জুলাই সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জনকে ১ বছরের জন্য বহিষ্কারের আদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালামের সভাপতিত্বে ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে আচারণবিধি’র দ্বিতীয় অধ্যায়ের ৮ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।

ছাত্রী নির্যাতনের ঘটনায় বহিষ্কৃতরা হলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরি অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান। তারা চারজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে গত ১৯ জুলাই ১ বছরের বহিষ্কার আদেশ বিধিসম্মত হয়নি বলে মন্তব্য করেন হাইকোর্ট। একইসাথে পরবর্তী আদেশের জন্য ২৬ জুলাই দিন ধার্য করেন।

এ বিষয়ে এ্যাডভোকেট গাজী মো. মহসিন বলেন, বিশ্ববিদ্যালয় পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ছাত্র শৃঙ্খলা কমিটির শাস্তি বলবৎ রাখার আবেদন করেন কিন্তু কোর্ট তা নাখচ করেন। এছাড়া সহানুভূতির বিষয়ে বললে কোর্ট বলেন, সহানুভূতি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য ২/১ জনের জন্য না।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ তার সহযোগীরা। ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৫ই ফেব্রুয়ারি পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও শাখা ছাত্রলীগ। এছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। পরে গত ১লা মার্চ জড়িত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করার নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কার ও হলের আবাসিকতা বাতিল করা হয়।

সর্বশেষ