PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

ডিএমপির দুইজন উপ পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা দিলেন কমিশনার

ডিএমপির দুইজন উপ পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা দিলেন কমিশনার

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়াটার্সে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
ডিএমপির দুইজন কর্মকর্তার লক্ষ্মীপুর ও ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন হওয়ায় তাদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে ডিএমপি।
অনুষ্ঠানে সদ্য পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।
গত ১৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএমকে পুলিশ সুপার লক্ষ্মীপুর এবং সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠককে পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা হিসেবে পদায়ন করা হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার) সহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ