PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download

ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মানবতার সাহায্যে এগিয়ে আসুন

ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মানবতার সাহায্যে এগিয়ে আসুন

ডেস্ক নিউজ:

ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামের মো: সাঈদুল হাওলাদারের একমাত্র মেয়ে সানায়া ইরহা (০৩) এর চিকিৎসার সাহায্যে এগিয়ে আসুন। তিন বছর বয়সী শিশুটির গত ২৬ই মার্চ ব্লাড ক্যান্সার (একিউট লিম্ফোসাইটিসি লিউকেমিয়া, অল – ব সেল) এর উচ্চ ঝুঁকি ধরা পরে।

বর্তমানে শিশুটি ভারতের দিল্লির ফোর্টিস মেমোরিয়াল গবেষণা ইনস্টিটিউটে একমাস এর বেশি সময় ধরে চিকিৎবাধীন এবং কেমো ট্রিটমেন্ট চলমান আছে। এছাড়া প্রতিনিয়ত নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। ফলে একটানা হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে।

ব্যাকটেরিয়া আক্রমণ করায় শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে গত ১৩ দিন ধরে শিশুটিকে পিআইসিইউ তে চিকিৎসা চলছে। ওর ফুসফুসে ব্যাকটেরিয়া আক্রমণ করায় নিশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তাই তাকে ভ্যান্টিলেটর সাপোর্ট এ কৃত্রিম নিঃশ্বাসের মাধ্যমে রাখা হয়েছে।

এই রোগের ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদি, সাধারণত ২-৩ বছর করতে হয় এবং অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক হয়েছে পরিবারের কাছে। ইতো মধ্যে, শিশুটির পরিবার প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেছে এবং বর্তমানে হসপিটালাইজড হওয়ার কারণে বিলের পরিমাণও অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। ওর অবস্থা অবনতির দিকে যাওয়ায় চিকিৎসার জন্য অস্বাভাবিক হারে টাকা খরচ হচ্ছে।

সামান্য বেতনের চাকুরে বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কার্যত অসম্ভব। আপনারদের যার যার অবস্থান থেকে সামান্য দানে বেঁচে যাবে একটি শিশুর প্রাণ। তাই সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ এবং দোয়া প্রার্থনা করছে শিশুটির পরিবার।

যোগাযোগ:

সাব্বির আহমেদ (শিশুটির নানা)
ফোন নাম্বার: +8801785891005

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ/নগদ: 01950855926

Bank Details:
Account Name: Sadia Ahmed
Account Number: 20507770202401020
Bank name: Islami Bank Bangladesh Ltd.
Branch: Kanchpur (কাচপুর)

সর্বশেষ