শরীয়তপুর প্রতিনিধি:
দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারস্থ রাধা মাধব মন্দিরের সম্পত্তি রক্ষা ও উদ্ধারের জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছে। এনিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কতৃপক্ষ। গত ২৪ মে শুনানি হয়। তারই প্রেক্ষিতে বুধবার বিকালে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ওই মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়, বাজার কমিটি এবং ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত মানিক ব্যানার্জী উপস্থিত ছিলেন না। এসময় ইউএনও উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং পুরো মন্দির এলাকা পরিদর্শন করে সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। এসময়
মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি অসীম কুমার দে, সাধারন সম্পাদক রাম কৃষ্ণ দেবনাথ, রুদ্রকর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, বুড়িরহাট বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মজিবুর রহমান খোকন, বর্তমান মেম্বার মহব্বত খান মাসুদ সহ হিন্দু সম্প্রদায়ের নানান শ্রেণী পেশার মানুষে অংশ্রগ্রহণ করেন।
তাদের দাবি, মন্দিরে সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্ত মানিক ব্যানার্জীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।