মনোহরদীতে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের ৫০ হাজার টাকা জরিমানা

মনোহরদীতে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের ৫০ হাজার টাকা জরিমানা

মনোহরদীতে গ্রামীণ মূল রাস্তার গা ঘেঁষে ড্রেজারে বালি উত্তোলন করে রাস্তাটিকে হুমকিতে ফেলায় মোবাইল কোর্ট এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

মনোহরদীর রামপুরে গ্রামীণ সড়কের পাশ থেকে ড্রেজারে পুকুর থেকে বালি তুলে আরেকটি পুকুর ভরাটের কাজ চলছিল। এতে গ্রামের একটি মূল রাস্তা ভাঙনের হুমকিতে পড়ে। বিষয়টি নজরে আসার পর খিদিরপুর ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে বালি উত্তোলনকারীদের নিষেধ করা হয়। তথাপি তা অমান্য করে সেখান থেকে বালি উত্তোলন অব্যাহত থাকে।

এমতাবস্থায় বুধবার (৭ জুন) বিকেলে সেখানে এ বিষয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম পরিচালিত এ কোর্ট রামপুর গ্রামের মো. সাইফুল ইসলামকে এ অপরাধে ৫০ হাজার টাকার জরিমানা প্রদান করে। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করীম বিষয়টি নিশ্চিত করে জানান, এসব বিষয়ে প্রশাসন তাদের পদক্ষেপ অব্যাহত রাখবে।

সর্বশেষ