বেনাপোল স্থলবন্দরের আনসার কতৃক মালামালসহ আটক-১

বেনাপোল স্থলবন্দরের আনসার কতৃক মালামালসহ আটক-১

মোঃ আরিফুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল বৃহওম স্থল বন্দরের টিটিআই মাঠ এলাকা থেকে কুচি লোহার বস্তাসহ ১ জনকে আটক করেছে আনসার সদস্যরা I

গতকাল মঙ্গলবার ( ভ জুন ) রাত ১০টার সময় টিটিআই মাঠ এলাকা থেকে তাকে ধরা হয় । আটক হাফিজুর(২৮) বেনাপোলের ছোটআচড়া গ্রামের ফজলুর ছেলে ৷

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেলের তত্ত্বাবধানে বেনাপোল স্থলবন্দরের পিসি শামসুল হকের নেতৃত্বে আনসারের একটি টহল টিম টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার কুচির বস্তা চুরির সময় চোর আটক করা হয়েছে। প্রতিদিনের ন‍্যায় বন্দর এলাকায় রুটিন ডিউটি করছিল আনসার সদস‍্যরা। টিটিআই মাঠে চোরেরা তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তখন আনসার সদস্যরা ধাওয়া করে একজনকে লোহার বস্তা সহ আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লোহার বস্তা সহ আটককৃত চোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কমান্ডার শামছুর রহমান বলেন, আমি প্রাই ১ মাস যোগদান করেছি , যোগদানের পরে একের পর এক চোর চক্রের সদস্যদের ধরতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি ৷ বন্দরের নিরাপত্তার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাবো I

সর্বশেষ