আকাশ দাশ সৈকতঃ
রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন ফরাসি ফুটবলার করিম বেনজামা।
রিয়াল মাদ্রিদের সাথে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার ১৪ বছরের সম্পর্ক শেষ হচ্ছে এটাই প্রায় নিশ্চিত। সব ঠিক থাকলে আজ রিয়াল মাদ্রিদের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবেন এই তারকা ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদ ছাড়লে বেনজামার নতুন ঠিকানা কোথায় হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক ফ্র্যাজিও রোমানিও বলেছেন সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সেটার আনুমানিক দিন হতে পারে বুধবার।
এর আগে ‘ফুট মার্কাতো’ বলেছিল, চলতি মৌসুমে সৌদি আরবের প্রো-লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদ এই ফরাসি স্ট্রাইকারকে চুক্তির প্রস্তাব দিয়েছে। দুই বছরের চুক্তির প্রস্তাবে ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেতন দিতে চেয়েছে।
চলতি মৌসুমে ইঞ্জুরির কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকলেও রিয়ালের হয়ে ৩৫ গোল করেছেন বেনজামা। এইছাড়া গতবছরের পারফরম্যান্স বিবেচনার ব্যালন ডি অর উঠে তার হাতে।