বঙ্গবন্ধু কোনো রূপ আপোষ ফর্মুলা বা প্রলোভনের কাছে নত না হয়ে ৬-দফা বাস্তবায়ন করেছিলেন: ড.কলিমউল্লাহ

বঙ্গবন্ধু কোনো রূপ আপোষ ফর্মুলা বা প্রলোভনের কাছে নত না হয়ে ৬-দফা বাস্তবায়ন করেছিলেন: ড.কলিমউল্লাহ

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬৭৫তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ছাত্রলীগের সাবেক নেত্রী আমাতুন নূর শিল্পী।
গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী।
বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, নীলফামারীর জল ঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ জোহরা, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেত্রী সংগীতা বিশ্বাস এবং জানিপপ’র ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জস্হ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।
সভাপতির বক্তব্যের শুরুতে ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো রূপ আপোষ ফর্মুলা বা প্রলোভনের কাছে নত না হয়ে যথারীতি ৬-দফা বাস্তবায়ন করেছিলেন।
আমাতুন নূর শিল্পী বলেন বঙ্গবন্ধুর জীবনে কারাবাস কোনো নতুন ঘটনা নয়। পাকিস্তানে ২৪ বছর তার রাজনৈতিক জীবনে ১২ বছরেরও অধিক কাল তিনি কারান্তরালে ছিলেন।
সুবীর কুশারী বলেন,ভৌগোলিক সীমানা বা জনগোষ্ঠির ভাষা, সংস্কৃতি বা ধর্মীয় বিশ্বাসও অধিকতর বৈচিত্র্যময়।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, সুকৃতি সরকার ও রাজশাহী থেকে ড. মাহবুবুল হক।

সর্বশেষ