আফগানিস্তান সিরিজে মাঠে ফিরছে সাকিব

আফগানিস্তান সিরিজে মাঠে ফিরছে সাকিব

আকাশ দাশ সৈকত:

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পথে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে চোট কাটিয়ে জুলাইয়ে মাঠে ফিরতে পারেন এই অলরাউন্ডার। অর্থাৎ আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ফিরতে চলেছেন তিনি। যার জন্য আজ থেকে ফিটনেসের উপর কাজ শুরু করেছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘রিপোর্ট ভালো, সন্তোষজনক বলা যায়। আমরা আশা করছি জুলাইয়ে ওয়ানডে সিরিজ থেকেই মাঠে ফিরতে পারবে সে। রিহ্যাব শুরু করেছে, আজকে রানিং করল। মানে ফিটনেসের যে কাজ সেটা আজ থেকে শুরু করেছে। আঙুলের অগ্রগতি সন্তোষজনক। অবশ্যই আশাবাদী আমরা, সে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে।’

সর্বশেষ