PES 2013 Download for Windows 7/8/10/11 - PES2013

Download PES 2013 for Windows 7/8/10/11 and dive into the exciting world of soccer with PES2013. Experience realistic gameplay and enhanced football simulation.
Get it now for FREE !

Pes 2013 Download
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা ও মেলা শুরু

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার:

সনাতন ধর্মাবলম্বী ও হাজার মানুষের সমাগমে মুখরিত গাজীপুর মহানগরের জয়দেবপুরের বটমূলমঞ্চ। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে সাত দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।

গাজীপুর মহানগরের জয়দেবপুরের বটমূলমঞ্চ এলাকায় মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে প্রথম টান ও দুপুর সাড়ে ১২ টার দিকে দ্বিতীয় টানের মধ্যে দিয়ে সাত দিনের জন্য আনুষ্ঠানিক ভাবে রথমেলার যাত্রা শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে সাত দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজিত সভা শেষে প্রধান অতিথি, হাজারো পুণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে
রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী বুধবার উল্টো রথযাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকমের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল। দেড়শো বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।

এসময় গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ আরো
বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর উপপুলিশ কমিশনার
আবু তোরাব মোঃ শামসুর রহমান, জেলা অতিরিক্ত
পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর পূজা
উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ
কুমার চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ