তবে কি জাতীয় দলে অভিষেক হচ্ছে রিঙ্কু সিংয়ের?

আকাশ দাশ সৈকতঃ

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা তরুণ মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং। বিশেষ করে আইপিএলের প্রথম রাউন্ডে গুজরাটের পেসার যশ দয়ালকে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে আসেন আলোচনায় এরপর নিজেদের শেষ ম্যাচে দলকে জেতাতে না পারলেও ব্যাট হাতে প্রশংসায় ভেসেছেন নেটিজেনদের । কেউ কেউ আবার ইতিমধ্যে দলের ফিনিশার হিসেবে রিঙ্কুকে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ দলেও ভেবে নিয়েছে। তবে এই নিয়ে বিসিসিআই এখনো কিছু না জানালেও আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করায় রিঙ্কুর জন্য জাতীয় দলের দরজা খুব শিগগিরই খুলতে যাচ্ছে এটা বলা যায়।

আইপিএলের চলতি আসর শেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবে ভারত জাতীয় দল। এরপর সেখান থেকে ফিরে খেলবে তিনটি পূর্ণাঙ্গ সিরিজ। যেখানে বিশ্রাম দেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের। মূলত চলতি বছরের এশিয়া কাপ আর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চায় বিসিসিআই। যেখানে সবচেয়ে বেশি সুযোগ পেতে পারেন আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটাররা।

শোনা যাচ্ছে আইপিএলে সফল কোলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার রিঙ্কু সিং আর রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালের মতো কয়েক জন তরুণকে সুযোগ দেওয়া হতে পারে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়রদের বিশ্রামও দেওয়া যাবে।

আইপিএল শেষে আগামী ৭ জুন ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল। জুনের আফগানিস্তান সিরিজ়ের পর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ়। ১২ জুলাই থেকে ১৩ অগস্টের মধ্যে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। সে কথা মাথায় রেখে কোহলি, রোহিতদের উপর চাপ কমানোর জন্য আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছে।

এইদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের সময়সূচী এখনো চুড়ান্ত না হলেও আগামী ২০ থেকে ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে সিরিজ। তিনটি টি-টোয়েন্টি বা তিনটি এক দিনের ম্যাচ খেলতে পারে দু’দেশ। যে কারণে ফাইনাল দেখতে ভারতে আসা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াজ আশরাফের সাথে বসে সময়সূচী নির্ধারণ করবে বিসিসিআই কর্তারা। হার্দিকের নেতৃত্বে এই সিরিজ়ের দল তৈরি করতে চাইছেন ভারত। আবার ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পর আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা ভারতের। এশিয়া কাপের আগে সেই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিকসহ একাধিক তারকা ক্রিকেটারকে। তাই বলা যায় এই তিন সিরিজের যেকোন এক সিরিজে অভিষেক ঘটতে পারে আইপিএলে নজরকাড়া পারফর্মার রিঙ্কু সিংয়ের।

উল্লেখ্য আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে চোটের কারণে ভারত দলের সাথে থাকছে না যশপ্রীত বুমরা, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল এবং রিশাভ পান্টকে। যার কারণে তাদের অনুপস্থিতিতে এশিয়া কাপ আর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের জন্য তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে দলে স্থায়ী করতে চায় রজার বিনি- জয় শাহরা।

সর্বশেষ