আকাশ দাশ সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছিলো ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের মেজর লিগে অংশ নিচ্ছে ইংলিশ ওপেনার জেসন রয়। তবে যে গুঞ্জন উড়িয়ে রয় বলেছেন, তিনি ইংল্যান্ড ছেড়ে যাবে না। আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসর। যেখানে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস রাইডার্সের সঙ্গে রয় দুই বছরের জন্য প্রায় ৩ লাখ পাউন্ডে (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৪ কোটি টাকা) চুক্তি করতে যাচ্ছেন বলে খবর আসে। তবে এমন খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন রয়।
বলেছেন, আমি ইংল্যান্ড ছেড়ে যাচ্ছি না, কখনোই যাব না। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার সবচেয়ে গর্বের ব্যাপারই হয়ে থাকবে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে রয় বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কিছুটা অনাকাঙ্ক্ষিত ধারণা তৈরি হওয়ার পর আমি এটা পরিষ্কার করতে চাই, আমি ইংল্যান্ড ছেড়ে যাচ্ছি না, কখনোই যাব না।
পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার সবচেয়ে গর্বের ব্যাপারই হয়ে থাকবে। আরও অনেক বছর ইংল্যান্ডের হয়ে খেলার আশা করি, এটিই আমার প্রাধান্য পাবে।’ অবশ্য মেজর লিগ ক্রিকেট খেলতে যাওয়ার বিষয়টিও রয় নিশ্চিত করেছেন তার বিবৃতিতে, ‘মেজর লিগ ক্রিকেট খেলার ব্যাপারে ইসিবির সঙ্গে আমার স্বচ্ছ ও সহায়তাপূর্ণ আলোচনা হয়েছে। এ প্রতিযোগিতায় আমাকে খেলতে দিতে পেরে ইসিবি খুশি, যতক্ষণ না চুক্তির বছরের বাকিটা সময় আমাকে তাদের অর্থ দিতে না হচ্ছে।’ এইদিকে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টির প্রথম আসরে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার অ্যারণ ফিঞ্চ এবং মার্কাস স্টোয়নিসের সাথে কুইন্টন ডি কক চুক্তি করেছে।