মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন জর্দি আলবা!

আকাশ দাশ সৈকত; দীর্ঘ ১১ বছরের বন্ধন ছিন্ন করে অবশেষে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে বিদায় জানিয়ে দিচ্ছেন জর্দি আলবা। চলতি মৌসুম শেষে আর নু-ক্যাম্পে দেখা যাবে না এই লেফট-ব্যাককে। ২০১২ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে যাত্রা শুরু আলবার। ধীরে ধীরে দলটির হয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, ছিলেন বাঁ প্রান্তের নির্ভরযোগ্য খেলোয়াড়। স্প্যানিশ ক্লাবটির হয়ে একাধিক জয়ে অবদান রাখা বার্সার সঙ্গে আলবা চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত থাকলেও আর্থিক চাপে থাকা ক্লাবটি তাকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাইতো মৌসুম শেষে ৩৪ বছর বয়সী ডিফেন্ডার বিদায় বলছে বার্সেলোনাকে। নিজের বিদায়ের ঘোষণা দিয়ে আলবা বলেছেন, ‘আমি ঘোষণা দিতে চাই, এটা বার্সা খেলোয়াড় হিসেবে আমার শেষ মৌসুম। এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমি আনন্দের সঙ্গে বিদায় নিচ্ছি। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন ১৯টি ট্রফি। বার্সায় আলবা সব মিলিয়ে খেলেছেন ৪৫৮ ম্যাচ, গোল করেছেন ২৭টি, আর অ্যাসিস্ট করেছেন ৯৯ গোলে।

সর্বশেষ