মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। তারাই ধারাবাহিকতায় বেনাপোল ইউনিয়ন ভূমি সেবা সপ্তাহ-২০২৩ চালু হয়েছে ৷ গত সোমবার (২২ মে) সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়াও, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। বেনাপোল ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা বলেন , ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না ৷ ঘরে বসেই অনলাইনে জমির খাজনা দিতে পারবেন । ঘরে বসেই অনলাইনে পর্চা , নামজারির খতিয়ানসহ অন্যান্য সেবা পাবেন ।