হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: রাজধানীর চকবাজার এলাকা হতে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো – মিঠু মিয়া ওরফে মিল্টন ও মোঃ রতন মিয়া। চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম জানান, চকবাজার থানার বকশিবাজার এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ মিঠু ও রতনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে । গ্রেফতারকৃত মিঠুর বিরুদ্ধে ইতোপূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।