জেমস বাড়ৈ ঃ কোটালীপাড়া প্রতিনিধি। ‘স্মার্ট ভূমসেবায় ভূমি মন্ত্রনালয়’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভূমি সেবা সপ্তাহ – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সোমাবার উপজেলার পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, প্রানিসম্পদ অফিসার পুষ্পেন কুমার শিকদার , উপজেলা ভূমি অফিসের কানুনগো মাহবুবুর রহমান, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এইসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বলেন, ভূমি অফিস মানেই ভোগান্তি সাধারণ জনগণের এই ভূল ধারণা পাল্টে দিয়েছে বর্তমান সরকারের স্মার্ট ভূমিসেবা। এখন থেকে আপনারা ঘরে বসেই ফোনকল ও ইন্টারনেটের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা গ্রহন করতে পারবেন। অন্যদিকে ক্যাশলেস সিস্টেম চালু হওয়ায় কোন ধরনের অবৈধ লেনদেন বন্ধ হয়ে গেছে। আপনারা ভূমি অফিসের স্মার্ট সেবা গ্রহন করে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন।